ব্রাজিলের উচ্ছ্বাস
টোকিও অলিম্পিকের শেষ আটে উঠে গেল ব্রাজিল। নিশ্চিত হলো কোয়ার্টার ফাইনাল। সৌদি আরবকে ৩-১ গোলে হারিয় ডি গ্রুপে অপরাজিত নেইমারের দল।
বুধবার (২৮ জুলাই) সাইতামা স্টেডিয়ামে ' মুখোমুখি হয় দু’দল। ১৪ মিনিটে এগিয়ে যায় ব্রাজিল। ক্লাওদিনিয়োর কর্নারে সৌদির জালে বল জড়ান চুনহা। অবশ্য ২৭ মিনিটে স্কোরলাইনে আসে সমতা। গোল করেন আলামরি।
৭৬ মিনিটে রিশার্লিসনের হেডে আবারও এগিয়ে যায় ব্রাজিল। ৮৯তম মিনিটে সৌদির জালে ফের বল পাঠান রিশার্লিশন। তবে অফ-সাইডের কারণে গোলটি বাতিল হয়। অতিরিক্ত সময়ে নেইনারের বাড়ানো বলে আবারও গোল করে জয় নিশ্চিত করেন এভারটনের এই ফরোয়ার্ড।
এই গ্রুপে তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ব্রাজিলের পয়েন্ট ৭। পরের রাউন্ডে উঠেছে আইভেরি কোস্ট। ছিটকে গেছে জার্মানি এবং সৌদি আরব।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।