Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

প্রথমবারের মতো ইউরোর ফাইনালে ইংল্যান্ড

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১০:১১, ৮ জুলাই ২০২১

প্রথমবারের মতো ইউরোর ফাইনালে ইংল্যান্ড

ইংল্যান্ডের উচ্ছ্বাস

প্রথমবারের মতো ইউরো কাপের ফাইনালে উঠলো ইংল্যান্ড। শ্বাসরুদ্ধকর সেমিফাইনালে ডেনমার্ককে ২-১ গোলে হারিয়েছে তারা। আগামী সোমবার ফাইনালে ইতালির মুখোমুখি হবে ইংল্যান্ড।

খেলার ৩০ মিনিটে দুর্দান্ত ফ্রি-কিকে ইংল্যান্ডের জালে বল জড়ান ড্যামসগার্ড। ডেনমার্ক ১-০তে এগিয়ে যায়।  ৩৯ মিনিটে আত্মঘাতী গোলে ১-১ সমতায় ফেরে ইংল্যান্ড।  এরপর খেলার ১০২ মিনিটে নিজেদের বক্সে স্টার্লিংকে ফাউল করেন মাহলে। ভিএআরের সাহায্যে পেনাল্টি পায় ইংল্যান্ড।

তবে গোল করতে ব্যর্থ হন ইংলিশ তারকা হ্যারি কেন। তার নেয়া শট বাঁচিয়ে দেন ড্যানিশ গোলকিপার। তবে বল প্রতিহত হয়ে ফিরে এলে কেন পুনরায় তা জালে ঢুকিয়ে দিয়ে গোল নিশ্চিত করেন। তাতেই নিশ্চিয় হয় সেমিফাইনাল।



চ্যানেল-৭৮৬'এ নিউজ পাঠাতে ই-মেইল করুন [email protected] এই ঠিকানায়। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপনের জন্য কল করুন (212) 729-0610 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ