একদল তরুণ ক্রীড়াবিদ
খবরটা সারা বিশ্বের ক্রীড়াবিদ ও প্রশিক্ষকদের সুখবর। দারুন এক সুযোগ তৈরি হলো মার্কিন স্পোর্টস ডিপ্লোম্যাসি দফতরের সাথে কাজের।যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেট বিশ্বের প্রতিটি অঞ্চলের ক্রীড়াবিদ ও প্রশিক্ষকদের নিয়ে স্বল্পমেয়াদী বিনিময় কার্যক্রমের আয়োজন করেছে।
লক্ষ্য ক্রীড়া বিষয়ে অনন্য বিনিময় কার্যক্রমের সুযোগ তৈরি। ফিজি থেকে বাংলাদেশ পর্যন্ত বিশ্বব্যাপি যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলো ডিপার্টমেন্ট অফ স্টেট‘র স্পোর্টস ডিপ্লোম্যাসি দপ্তরের মাধ্যমে বিভিন্ন ক্রীড়াদল, লিগ ও ফেডারেশনের সাথে কাজ করে থাকে। U.S. Department of State Global Sports Mentoring Program এই ওয়েবসাইটে জানা যাবে বিস্তারিত।
চ্যানেল-৭৮৬'এ নিউজ পাঠাতে ই-মেইল করুন [email protected] এই ঠিকানায়। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপনের জন্য কল করুন (212) 729-0610 এই নাম্বারে।