Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

2021 Copa América

আর্জেন্টিনা টানা ১৮ ম্যাচে অপরাজিত

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৪:১৯, ৪ জুলাই ২০২১

আপডেট: ১৪:৫৮, ৪ জুলাই ২০২১

আর্জেন্টিনা টানা ১৮ ম্যাচে অপরাজিত

করোনা মহামারীর মধ্যে কোপা আমেরিকা আয়োজন নিয়ে যেখানে চলছিল নানা জল্পনা কল্পনা সেই ধোয়াশা কাটিয়ে এবারের আসর এখন টানটান উত্তেজনায় ভরা। এই আসরের অন্যতম শীরোপা প্রত্যাশী দল লিউনেল মেসি’র আর্জেন্টিনা। কোপা আমেরিকার চলতি আসরে এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে আর্জেন্টিনা। দারুণ ফর্মে রয়েছে মেসির দল। গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হওয়ার পর সেমিফাইনালে ইকুয়েডর এর বিপক্ষে জিতেছে ৩-০ ব্যবধানে।

গত দুই বছরের দুর্দান্ত এই সময়ে ১৮ ম্যাচে অপরাজিত আর্জেন্টিনা, একবারও দেখেনি হারের মুখ। ২০১৯ সালের কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষে বির্তকিত হারের পর থেকে অপরাজিত রয়েছে আর্জেন্টিনা। স্কালোনির অধীনে শেষ ১৮ ম্যাচের ১১টিতেই জয় পেয়েছে আলবিসেলেস্তেরা, ড্র করেছে বাকি সাতটিতে। এই দুই বছরে তারা হারিয়েছে ব্রাজিলকেও। ২০১৯ সালের শেষের দিকে ব্রাজিলকে হারিয়ে সুপার ক্লাসিকো জিতেছে মেসিরা।

২০১৯ সালের ৩ জুলাই কোপার সেমিফাইনালে বির্তকিত হারটিই আর্জেন্টিনার সর্বশেষ পরাজয়। এই দুই বছরে ব্রাজিলকে হারানোর পাশাপাশি হারিয়েছে উরুগুয়ের মতো দলকেও। খেলেছে জার্মানির বিপক্ষেও। তবু অপরাজিত মেসিরা। কোপা আমেরিকায় সামনের ম্যাচে কলম্বিয়াকে হারিয়ে জয়ের সংখ্যাটা বাড়ানোর সুযোগ রয়েছে তাদের সামনে। টানা ২০ ম্যাচে অপরাজিত থাকলে তো হয়ে যাবে কোপার চ্যাম্পিয়নও।

সংবাদটি শেয়ার করুনঃ