আর্জেন্টিনার উচ্ছ্বাস
রোববার কোপা আমেরিকার চতুর্থ সেমিফাইনালে ইকুয়েডরের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। জয় এসেছে ৩-০ গোলে। তিনটি গোলেই রয়েছে মেসির অবদান। একটি নিজে করেছেন, বাকি দুটি করিয়েছেন। ২৪ মিনিটের মাথায় ১-০ গোলে লিড নেয় আর্জেন্টিনা। ৮৪ মিনিটে দ্বিতীয় এবং ৯৩ মিনিটে আসে তৃতীয় গোল। উল্লাসে ভাসে আলবিসেলেস্তেরা এছাড়া, টাইব্রেকারে ৪-২ গোলের জয়ে উরুগুয়েকে বিদায় করে সেমিফাইনালের দেখা পেয়েছে কলম্বিয়া।
ওদিকে, ইউরোতে ৪-০ গোলে ইউক্রেনকে উড়িয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে ইংল্যান্ড। জোড়া গোল করেন হ্যারিকেন। এছাড়া, শেষ আটের ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে সেমিতে উঠে গেছে ডেনমার্ক।