ইতালির উল্লাস
ইউরো কাপে প্রথম দল হিসেবে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে স্পেন। ২ জুলাই শুক্রবার রাতের ম্যাচটি গড়ায় অতিরিক্ত মিনিটে। ১-১ গোলে সমতার পর টাইব্রেকার। তাতেই স্প্যানিশদের জয় ৩-১ ব্যবধানে।
অপরদিকে, ফিফা র্যাংকিয়ে বিশ্বের শীর্ষ দল বেলজিয়ামকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে ইতালি। শুক্রবার রাতের ম্যাচে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ২-১ গোলের ব্যবধানে জয় পায় ইতালি। এরফলে দীর্ঘ নয় বছর পর ইউরোর শেষ চারে উঠল রবার্তো মানচিনির শিষ্যরা।