ক্যান্সারে আক্রান্ত শিশুর পাশে সাউদি
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) নিজেদের দখলে নিয়েছে নিউজিল্যান্ড। প্রথমবারের মতো বিশ্ব আসরের চ্যাম্পিয়ন হয়েছি কিউইরা। দলটির তারকা টিম সাউদি মহৎ এক উদ্যেগে নিজের নাম লেখালেন।
ডব্লিউটিসির ফাইনালে ভারতের বিপক্ষে খেলা ম্যাচের জার্সি নিলামে তুললেন। লক্ষ্য ক্যানসার আক্রান্ত এক শিশুর চিকিৎসা নিশ্চিত করা। হলি বেটি নামের ওই শিশুর বয়স ৮ বছর। নিউরোব্লাস্টোমা নামক ক্যানসারে আক্রান্ত সে। সুস্থ হতে প্রয়োজন প্রচুর অর্থের। তা জোগাড় করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘হোপ ফর হলি’ নামে একটি প্রচারণা চলছে। হলির পাশে দাঁড়াতে ওয়েবসাইটে প্রবেশ করে অর্থ সহায়তা করতে পারছেন যে কেউ। এবার যুক্ত হলেন টিম সাউদি।