ভারত ও নিউ জিল্যান্ডের মধ্যকার বহুল প্রতীক্ষিত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথম দিনের খেলা বৃষ্টিতে ভেসে গেছে। এখন এই ম্যাচ গড়াবে রিজার্ভ ডে’তে। বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচের ৩য় দিনে শক্তিশালী ভারতের বিপক্ষে শক্ত অবস্থানে রয়েছে নিউজিল্যান্ড।
কাইল জেমিসনের বোলিংয়ের সামনে ভারত প্রথম ইনিংসে ২১৭ রানেই অলআউট হয়। ভারতকে অলআউট করার পর ব্যাটিংয়ে ভালো একটি দিন কাটিয়েছে কিউইরা। ডেভন কনওয়ের হাফসেঞ্চুরিতে তৃতীয় দিন শেষে ২ উইকেট হারিয়ে ১০১ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। দিনশেষে তারা পিছিয়ে ১১৬ রানে। সাউদাম্পটনের দ্য রোজ বোল স্টেডিয়ামে ভারতের করা ২১৭ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু পেয়েছে নিউজিল্যান্ড। টম লাথাম ও ডেভন কনওয়ে মিলে ওপেনিং জুটিতে ৭০ রান করেন। লাথাম ৩০ রানে আউট হলেও কনওয়ে পেয়েছেন হাফ সেঞ্চুরি। তার ১৫৩ বলে ৫৪ রানের ইনিংসের উপর ভরে করেই দিনটি নিজেদের করে নিয়েছেন নিউজিল্যান্ড।
তবে শেষ বিকালে ইশান্ত শর্মার বলে মিডঅনে এমন একটি ক্যাচ না দিলে ১ উইকেট নিয়েই দিনটি শেষ করতে পারতো কিউইরা। আজও বৃষ্টি এবং আলোর স্বল্পতায় শেষ ঘন্টায় মাঠের খেলা বন্ধ ছিল। শেষ পর্যন্ত নিউজিল্যান্ড ২ উইকেট হারিয়ে ১০১ রান সংগ্রহ করে। ক্রিজে আছেন কেন উইলিয়ামসন (১২) ও রস টেলর (০)। ভারতীয় বোলারদের মধ্যে ইশান্ত শর্মা ও রবিচন্দন অশ্বিন একটি করে উইকেট নিয়েছেন। এর আগে রবিবার ৩ উইকেটে ১৪৬ রানে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল ভারত। হাফ সেঞ্চুরি থেকে ৬ রান দূরে ছিলেন বিরাট কোহলি। কিন্তু আজ রানের খাতা খুলতে না দিয়েই ভারতের অধিনায়ককে ফেরান জেমিসন। তার তোপেই লণ্ডভণ্ড হয় ভারতের ব্যাটিং লাইনআপ। সবমিলিয়ে ৩১ রানে ৫ উইকেট নেন কিউই এই পেসার। এছাড়া দুটি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট ও নিল ওয়াগনার। ভারতের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রান আসে অজিঙ্কা রাহানের ব্যাট থেকে। তিনি ১ রানের জন্য হাফসেঞ্চুরি বঞ্চিত হন।