জয়ের পর জার্মান খেলোয়াড়দের উচ্ছ্বাস
ইউরো ফুটবলে পর্তুগালকে ৪-২ গোলে উড়িয়ে দিয়েছ জার্মানি। এতে নকআউট পর্বের আশা বেঁচে থাকলো দলটির। খেলার শুরুতেই লিড নেয় পতুর্গাল। এরপর ছন্দপতন। জার্মানির টানা আক্রমণে খেই হারিয়ে ফেলে রোনালদোর দল। পরপর দুটি আত্মঘাতী গোল হজম করে তারা। বিরতির পর আসে দুটি গোল। ৬৭ মিনিটে ব্যবধান কমায় পর্তুগাল। এরআগে, আসরের অঘটন জন্ম দেয় হাঙ্গেরি। বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে ১-১ গোলে রুখে দিয়েছে তারা।