Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

করোনায় মারা গেছেন কিংবদন্তি দৌড়বিদ মিলখা সিং

জাহান অরন্য

প্রকাশিত: ২৩:৫৪, ১৯ জুন ২০২১

করোনায় মারা গেছেন কিংবদন্তি দৌড়বিদ মিলখা সিং

ভারতের কিংবদন্তি দৌড়বিদ মিলখা সিং

স্ত্রীর মৃত্যুর পাঁচ দিনের মাথায় করোনা আক্রান্ত হয়ে ভারতের কিংবদন্তি দৌড়বিদ মিলখা সিং মারা গেছেন। শুক্রবার (১৮ জুন) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে চণ্ডীগড়ের একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯১ বছর। গত ২০ মে করোনাভাইরাসে আক্রান্ত হন মিলখা সিং। ১৭ জুন তার করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে। এরপর কোভিড আইসিইউ থেকে তাকে সাধারণ আইসিইউতে স্থনান্তর করা হয়। গত পাঁচ দিন আগে মারা গেছেন মিলখা সিংয়ের স্ত্রী নির্মল কৌর। তিনিও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

কোভিড থেকে সুস্থ হওয়ার পরে বুধবার পর্যন্ত মিলখা সিংকে নন-কোভিড মেডিক্যাল ইনটেসিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছিলো। জ্বর কমলেও বৃহস্পতিবার রাত থেকেই মিলখা সিংর অক্সিজেন লেভেল কমতে শুরু করে। শুক্রবার সন্ধ্যার শারীরিত অবস্থার আরও অবনতি হয়। শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানলেন এই কিংবদন্তি। মিলখা সিংয়ের মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিসহ একাধিক রাজনৈতিক ব্যক্তিবর্গ। প্রসঙ্গত, মিলখা সিং ভারতের হয়ে এশিয়ান গেমসে চারটি সোনা জেতেন। এ ছাড়া ১৯৫৮ টোকিও এশিয়াডের ২০০ ও ৪০০ মিটারে চ্যাম্পিয়ন হন। ১৯৬০ রোম অলিম্পিকের ৪০০ মিটারের ফাইনালে চতুর্থ হয়ে অল্পের জন্য পদক হাতছাড়া করেন মিলখা।

সংবাদটি শেয়ার করুনঃ