Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

মাহমুদ রেজা চৌধুরী

‘ইসলামের সঠিক জ্ঞানের অভাবেই বিদ্বেষ’

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০৮:৫৬, ১২ জুন ২০২১

‘ইসলামের সঠিক জ্ঞানের অভাবেই বিদ্বেষ’

মাহমুদ রেজা চৌধুরী

নিউইয়র্কের কমিউনিটি নিউজ নেটওয়ার্ক চ্যানেল-৭৮৬’র নিয়মিত আয়োজন ‘নিউইয়র্ক ডায়েরি’-তে অতিথি হিসেবে যুক্ত ছিলেন রাজনৈতিক বিশ্লেষক, লেখক ও প্রাবন্ধিক মাহমুদ রেজা চৌধুরী। সমসাময়িক নানা বিষয়ে কথা বলেছেন তিনি। সঞ্চালনায় ছিলেন আরজে আরিয়ান। 

আপনাকে স্বাগগত আমাদের আয়োজনে...
আপনাকে ধন্যবাদ।

 ফরাসি প্রেসিডেন্টকে প্রকাশ্যে থাপ্পড়ের ঘটনাটি কিভাবে দেখছেন? 
আমি এই ঘটনাটাকে অবশ্য দুইভাবে দেখি। প্রথম, বিষয়টা হলো অবশ্যই এটি একটি অপ্রত্যাশিত ঘটনা। প্রতিবাদের ভাষা কখনোই কারো গায়ে আঘাতের মাধ্যমে হওয়া উচিত না। দোষী ব্যক্তির অবশ্য ৫৫ হাজার ইউরো এবং তিন বছরের জেল হতে পারে, হওয়া উচিতও। আর ২য় বিষয় হলো এটা মানুষের ক্ষোভের অভিব্যাক্তি। তবে আপনি কি এমন দৃশ্য বাংলাদেশে কখনো কল্পনা করতে পারেন?একটাবার ভাবুন তো। হয়তো সরাসরি গুলি করেই মেরে ফেলা হতো। 

‘ইসলামী রেনেসার কবি’ ফররুখ আহমদের জন্মদিন উপলক্ষ্যে যদি কোন বার্তা দিতেন?
আসলেই উনার লেখনীর মাঝেই কিন্তু ইসলামী রেনেসাঁসের বিষয় খুব স্পষ্টভাবে উঠে এসেছে।ইসলামী সংস্কৃতি ও ইসলামের ইতিহাস তুলে ধরে তিনি লিখে গেছেন।আমরা তার ‘সাত সাগরের মাঝি’কবিতায় দেখতে পাই আসলেই এমন এক কাণ্ডারী প্রয়োজন যে কাণ্ডারী দেশকে সামনে এগিয়ে নিয়ে গেছে। উনার লেখনীই আগামীর প্রজন্মের প্রেরণা। 

‘ইসলামফোবিয়া’ কেন ছড়াচ্ছে?
দেখুন আমরা যখন কোনো বিষয় সম্পর্কে যখন পুরোপুরি ধারণা বা জ্ঞান রাখিনা তখনি কিন্তু সেটা আমাদের মাঝে এক ভীতির সঞ্চার করে। আমার মনে হয় যাদের ইসলাম ফোবিয়া রয়েছে, তারা ইসলামকে সঠিকভাবে জানেনা। ইসলাম সম্পর্কে সঠিকভাবে জানলেই মনে হয় মানুষের মাঝে এই ভীতি থাকবে না।

অন্য ধর্মে ফোবিয়া নেই কেন?
আপনি দেখবেন প্রায় সকল আন্তর্জাতিক মিডিয়া অন্য ধর্মাবলম্বীদের দখলে। ইসলামকে ভিন্নভাবে তুলে ধরার কারণেও কিন্তু এরকম হচ্ছে। যদিও বর্তমানে বেশ কিছু ইসলামী মিডিয়া কাজ করছে। তবুও আমার মনে হয় ধীরে ধীরে ‘ইসলামফোবিয়া’ আরো বাড়বে। 

কবি-সাহিত্যিকরা সষ্টিশীল মানুষ।কিন্তু বর্তমানে অনেকই দলকানা...
এই বিষয়টা আগেও ছিলো। হয়তো এখনকার মতো এতো ব্যাপকভাবে ছিলোনা। কবি, সাহিত্যিকর  তো মানুষ।তাদের ব্যক্তিগত পছন্দ-অপছন্দ থাকবেই। কিন্তু এই বিষয়টা মাথায় রাখতে হবে, তারা যেটা সাপোর্ট করছেন সেটা কতটা জনগণবান্ধব। কারণ কবি সাহিত্যিক কিংবা এরকম সৃষ্টিশীল মানুষের কাছ থেকে আমরা সাধারণ মানুষেরা নিরপেক্ষতা ও সচ্ছতা আশা করি। 

সংবাদটি শেয়ার করুনঃ