Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper
আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে হাতাহাতি
আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে হাতাহাতি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘ অধিবেশনে যোগদানকে কেন্দ্র করে নিউইয়র্কে আওয়ামী লীগ-বিএনপির মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে। রোববার (১৭ সেপ্টেম্বর) রাতে দু দলের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি ও ইটপাথর নিক্ষেপের ঘটনাও ঘটে। এরই মধ্যে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে নিউইয়র্কের জ্যাকসন হাইটস এলাকায় প্রধামন্ত্রীর আগমন উপলক্ষে নাগরিক সংবর্ধনার প্রচারণা চালায় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় অপরপ্রান্ত থেকে প্রধানমন্ত্রীর আগমনকে কটাক্ষ করে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি নেতাকর্মীরা।

২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ২য় ইউএসবিসিসিআই বিজনেস এক্সপো-২০২৩
২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ২য় ইউএসবিসিসিআই বিজনেস এক্সপো-২০২৩

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮ তম অধিবেশনকে সামনে রেখে ইউএস-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজন করতে যাচ্ছে, ২য় ইউএসবিসিসিআই বিজনেস এক্সপো-২০২৩। আগামী ২২ ও ২৩ সেপ্টেম্বর দুই দিনব্যাপী এই এক্সপো অনুষ্ঠিত হবে নিউইয়র্কের লাগোর্ডিয়া ম্যারিয়ট হোটেলে। এবারের প্রতিপাদ্য-‘বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবসা বৃদ্ধির সুযোগ তৈরী’। এই এক্সপো একটি B2B ট্রেড শো, কনফারেন্স এবং নেটওয়ার্কিং ইভেন্ট। আমাদের লক্ষ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের ব্যবসায়িকদের রপ্তানি-প্রস্তুত পণ্য আন্তর্জাতিক বাজারে প্রসারিত করতে সহায়তা করা। আমাদের বিজনেস এক্সপোর মাধ্যমে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসায় নতুন ক্রেতা-বিক্রেতা সংযোগ, সাপ্লাই চেইন যেভেলপমেন্ট ও সরবরাহকারী এবং বিনিয়োগ কারীদের জন্য বাজার দখলের সুযোগ রয়েছে। গত বছর আমরা ইউএসবিসিসিআই বিজনেস এক্সপো ২০২২ প্রথমবারের মত আয়োজন করেছিলাম। যা অত্যন্ত সফল ভাবে সম্পন্ন হয়।