Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

ঢাবি শিক্ষকের উপস্থাপনায় ৭৮৬-এ ‘বরকতময় রমজান’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩২, ২৯ মার্চ ২০২৩

ঢাবি শিক্ষকের উপস্থাপনায় ৭৮৬-এ ‘বরকতময় রমজান’

রমজান মাস বরকতের মাস। এ সময়ের আমলের সওয়াব কয়েকগুণ বাড়িয়ে দেওয়া হয়। পবিত্র এই মাসটাকে কীভাবে কাজে লাগাতেন সাহাবিরা, কীভাবে তারা নিজেদের মধ্যে আমলের প্রতিযোগিতা করতেন-‘বরকতময় রমজান’ অনুষ্ঠানের মাধ্যমে সে বিষয়ে আলোকপাত করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর মিডল ইন্টার্ন স্টাডিজের গ্রাজুয়েট রিসার্চ এসিসটেন্ট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহাদী হাসানের উপস্থাপনায় প্রচারিত হচ্ছে বরকতময় রমজান। নিউইয়র্ক সময় রাত সাড়ে ১২টা এবং বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় অনুষ্ঠানটি দেখা যাচ্ছে চ্যানেল ৭৮৬-এর ফেসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেলে।

এই রমজানে আমলের একটি পূর্ণাঙ্গ গাইডলাইন নেওয়ার জন্য দারুণ একটি অনুষ্ঠান বরকতময় রমজান। এই মাসে রাসূল (সা.)-এর সাহাবিরা বিভিন্ন আমলের মাধ্যমে যেভাবে জীবনকে সাজিয়েছেন, সেটা জানা যাবে ঢাবি শিক্ষক মাহাদী হাসানের উপস্থাপনায়।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ