
সামাজিক, রাষ্ট্রীয়, ধর্মীয় এমনকি পারিবারিক জীবনের এমন কোনো বিষয় নেই, যার ওপর ইসলাম আলোকপাত করেনি। বছরের অন্যান্য সময় তো বটেই, বিশেষকরে রমজানে কোরআন-হাদিদের এসব বিধানগুলো মেনে চলা অত্যন্ত জরুরি।
‘রমজানের সওগাত’ অনুষ্ঠানের মধ্য দিয়ে মিডিয়া ব্যক্তিত্ব এবং মোটিভেশনার স্পিকার ড. নাসিমা হাসান ইসলামের গুরুত্বপূর্ণ বিধানগুলো নিয়ে আলোচনা করে থাকেন। অনুষ্ঠানটির উপস্থাপনায় থাকছেন রোকেয়া মোহনা। উপস্থাপকের প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি দর্শকদেরও বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
পুরো রমজান মাসজুড়ে প্রতিদিন বাংলাদেশ সময় রাত ৩টা এবং নিউইয়র্ক সময় বিকেল ৫টায় অনুষ্ঠানটি দেখা যাবে চ্যানেল ৭৮৬-এর ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেল।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।