
রোজা ফরজ না হলেও অধিকাংশ শিশুর মধ্যেই এ নিয়ে দারুণ আগ্রহ কাজ করে। বড়দের মতো তারাও রোজা রাখার চেষ্টা করে। অনেক সময় সফল হয়, আবার ব্যর্থও হয়। শিশুদের সেসব মজার গল্পসহ অন্যান্য নানা গল্প শুনতে-শোনাতে চ্যানেল ৭৮৬ আয়োজন করেছে ‘তৃণা-তুর্যর আসর’ নামক অনুষ্ঠান।
‘তৃণা-তুর্যর আসর’ অনুষ্ঠানটি উপস্থাপনায় আছেন জনপ্রিয় শিশুশিল্পী নাবিদ রহমান তুর্য এবং নওশীন তাবাসসুম তৃণা। রমজানের প্রতিদিন এটি দেখা যাবে নিউইয়র্ক সময় দুপুর ১টা এবং বাংলাদেশ সময় রাত ১১টায়।
পবিত্র এই মাসটি কীভাবে কাটছে, বাকি দিনগুলো কীভাবে কাটবে শিশুদের-তা নিয়ে তৃণা-তুর্যর সঙ্গে আলোচনা করার দারুণ সুযোগ এই অনুষ্ঠান। রোজা রাখতে গিয়ে নিজেদের মজার মজার গল্পগুলো তারা শেয়ার করে থাকে। দুই উপস্থাপক তাদের দর্শক বন্ধুদের উদ্দেশে ইসলামী সঙ্গীতও গেয়ে শোনান।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।