
বিশ্বব্যাপী মুসলমানদের কাছে শবে মেরাজ বা মেরাজের রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৬২০ খ্রীষ্টাব্দের এই রাতে শেষ নবী মুহাম্মদ (সা.) ঐশ্বরিক উপায়ে ঊর্ধ্বাকাশে আরোহণ করেছিলেন এবং স্রষ্টার সাথে সাক্ষাৎ করেন।
তারপর থেকে মুসলমানরা এবাদত-বন্দেগীর মধ্য দিয়ে রাতটি উদযাপন করেন।
গত ২ ফেব্রুয়ারি পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। এ হিসেবে আজ বৃহস্পতিবার থেকে রজব মাস গণনা শুরু হবে এবং ২৬ রজব অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি দিনগত রাতে পবিত্র শবে মেরাজ উদযাপিত হবে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।