Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

বিদেশি মুসল্লিদের জন্য চালু হচ্ছে ওমরাহ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০৮:২৫, ২৬ জুলাই ২০২১

আপডেট: ১৯:০৬, ২৬ জুলাই ২০২১

বিদেশি মুসল্লিদের জন্য চালু হচ্ছে ওমরাহ

বিদেশি মুসল্লিদের জন্য চালু হচ্ছে ওমরাহ

অবশেষে বিদেশি মুসল্লিদের ওমরাহ পালনের নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে।  পহেলা মহররম (১০ আগস্ট) থেকে সৌদি আরবে গিয়ে ওমরাহ করার অনুমতি দেবে দেশটি। তবে কোন কোন দেশের নাগরিক অনুমতি পাবেন সেই তালিকা প্রকাশ করেনি সৌদি আরব।

সৌদির হজ ও ওমরাহ বিষয়ক জাতীয় কমিটির সদস্য হানি আল-ওমাইরি এ তথ্য জানান। আল আরাবিয়াকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি আরও জানান, ওমরাহ পালনে করোনাভাইরাস সংক্রান্ত সব ধরনের সাবধানতা এবং নিয়ম-কানুন কঠোরভাবে মেনে চলতে।

হজ এবং ওমরাহ পালনের জন্য প্রতি বছর বিশ্বের লাখ লাখ মানুষ সৌদি আরব ভ্রমণ করে থাকেন। তবে করোনার কারণে তা স্থগিত করা হয়েছিল।

এ বছরও ‘বিশেষ শর্ত’ অনুযায়ী হজ আয়োজন করে সৌদি আরব সরকার। অনুমতি পেয়েছিলেন কেবল সৌদিতে বসবাসকারীই। 
 

সংবাদটি শেয়ার করুনঃ