Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

আজ পবিত্র হজ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৫:৩৪, ২০ জুলাই ২০২১

আজ পবিত্র হজ

আজ পবিত্র হজ। আরাফাতের ময়দানে অবস্থানের দিন। এরপর কোরবানিসহ যাবতীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এ বছরের হজ শেষ করবেন মুসল্লিরা। করোনা মহামারির কারণে গত বছরের মতো এবারও সীমিতসংখ্যক মানুষ হজ পালনের সুযোগ পাচ্ছেন। সৌদি আরবের অধিবাসী ও সেখানে অবস্থানরত ১৫০ দেশের নাগরিক মিলে মাত্র ৬০ হাজার মানুষ এবার হজে অংশ নিচ্ছেন।

হজের অন্যতম রুকন আরাফায় অবস্থান। আজ হাজিরা আরাফাতের ময়দানে অবস্থান করবেন। আরাফাতের ময়দানে এবার হজে অংশগ্রহণকারী মুসলিম উম্মাহর উদ্দেশে খুতবাহ দেবেন শায়খ ড. বানদার বিন আবদুল আজিজ বালিলাহ। এ বছর সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ রাজকীয় ফরমানে তাঁকে আরাফাতের মহান দিনে খুতবা দেওয়ার অনুমোদন দিয়েছেন।

আরব নিউজের খবরে বলা হয়েছে, গত শনিবার হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সেদিন সকাল থেকে রাত পর্যন্ত মুসল্লিরা কাবাঘর তাওয়াফ করেন। স্বাস্থ্যবিধি মেনে তাওয়াফের কারণে ঘণ্টায় দুই হাজারের বেশি ব্যক্তি তাওয়াফ করার সুযোগ পাননি। গতকাল রোববার হজযাত্রীরা মিনার উদ্দেশে রওনা হন। 

মিনায় রাত যাপন হজের অন্যতম সুন্নত। রাত যাপন শেষে মুসল্লিরা সারা দিন মিনাতেই ছিলেন। সেখানে জোহর, আসর, মাগরিব, এশা ও ফজরের নামাজ আদায় করা মোস্তাহাব। সেখান থেকে আজ সূর্যোদয়ের পর মুসল্লিরা যাবেন প্রায় ১৫ কিলোমিটার দূরে আরাফাতের ময়দানে। সোমবার আরাফাহর দিনে পালিত হবে পবিত্র হজ। এ ময়দানে অবস্থান হজের মূল আনুষ্ঠানিকতা (ফরজ)। এরপর কোরবানিসহ কিছু আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শেষ হবে পবিত্র হজ।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ