Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

মিনায় জড়ো হচ্ছেন হাজীরা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০৮:১২, ১৮ জুলাই ২০২১

আপডেট: ০৯:০৩, ১৮ জুলাই ২০২১

মিনায় জড়ো হচ্ছেন হাজীরা

মক্কা থেকে মিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন মুসলিমরা

শনিবার থেকে শুরু হয়েছে এবারের হজের আনুষ্ঠানিকতা। আজ রোববার মক্কা থেকে মিনার উদ্দেশ্যে যাত্রা করেছেন হজব্রত পালনে ইচ্ছুক মুসলিমরা। স্থানীয় সময় ভোর থেকেই কেউ পায়ে হেটে কেউবা বাসে করে তাবুর নগরীতে যাচ্ছেন তারা।৮ জিলহজ, সারাদিন সেখানে অবস্থান করবেন মুসল্লিরা।

হজ কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার ফজরের নামাজ আদায় করে আরাফাত ময়দানে যাবেন মুসল্লিরা। পবিত্র হজের মূল ভাষণ সেখানেই বয়ান করা হবে। জোহর এবং আসরের নামাজ আদায় করবেন মুসল্লিরা। এরপর, আবারও মক্কায় ফিরে আসবেন তারা। পরদিন ঈদুল আজহা উদযাপন। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানির মধ্যে দিয়ে সম্পন্ন হবে হজের আনুষ্ঠানিকতা। তবে করোনা মহামারির কারণে এবার বর্হিবিশ্বের কেউ হজে অংশগ্রহণের সুযোগ পাননি। সুযোগ পেয়েছেন কেবল  সৌদিতে বসবাসকারী মাত্র ৬০ হাজার নিবন্ধিত মুসল্লি।

এদিকে, প্রথমবারের মতো পুরুষ অভিভাবক ছাড়া হজের নিবন্ধন করার সুযোগ পেয়েছেন সৌদি নারীরা। গুরুতর শারীরিক অসুস্থতা নেই এমন ১৮ থেকে ৬০ বছর বয়সীরা অগ্রাধিকার পেয়েছেন এতে। সবাইকে করোনা ভ্যাকসিনের দুটি ডোজ নিশ্চিত করতে হয়েছে। 


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ