Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

প্রথম আরব নারী নভোচারী হিসেবে

ইতিহাসের পাতায় নাম লেখাচ্ছেন নোরা আল-মাতরোশি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০১:৩৬, ৯ জুলাই ২০২১

আপডেট: ০১:৩৮, ৯ জুলাই ২০২১

ইতিহাসের পাতায় নাম লেখাচ্ছেন নোরা আল-মাতরোশি

প্রশিক্ষণে অংশ নিয়েছেন নোরা আল-মাতরোশি। প্রথম আরব নারী নভোচারী হিসেবে ইতিহাসের পাতায় নাম লেখাতে যাচ্ছেন নোরা আল-মাতরোশি। তিনি হলেন সংযুক্ত আরব আমিরাতের দু’মহাকাশচারীর একজন। হাজার হাজার আবেদনকারীর মধ্য থেকে বেছে নেওয়া দু’জন আমিরাতির একজন তিনি।

পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ২৮ বছর বয়সী নোরা আল-মাতরোশি। তিনি ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন মহাকাশে যাওয়ার। শারজার এই বাসিন্দা স্কুলে থাকাকালীনই গ্রহ এবং তারকারাজী সম্পর্কে পড়াশোনা করেন।

দেশটিতে তখন মহাকাশ মিশনের কোনো পরিকল্পনা না থাকলেও তিনি আশা করেছিলেন, একদিন ঠিকই মহাকাশ ভ্রমণের সুযোগ পাবেন।

নোরা আল-মাতরোশি বলেন, তার মায়ের পরিবারের প্রায় সবাই নাবিক। আমি বলব যে, তারা মহাসাগর অন্বেষণ করেছে। গ্রীক ভাষায় ‘নভোচারী’ শব্দটির অর্থ ‘তারকা নাবিক’।

আমিরাতি অন্য নভোচারী হলেন ৩৩ বছর বয়সী মোহাম্মদ আল-মুল্লা। চলতি বছরের শেষে তিনি ও মাতরোশি প্রশিক্ষণের জন্য যুক্তরাষ্ট্রের নাসার জনসন মহাকাশ সেন্টারে যাবেন।

তারা বর্তমানে মহাকাশচারীদের আমিরাতি সহকারী সুলতান আল-নেয়াদি এবং হাজজা আল-মনসুরির সঙ্গে যোগ দিয়েছেন। দুবাইয়ে অভ্যন্তরীণ প্রশিক্ষণ নিচ্ছেন এবং রাশিয়ান ভাষা শেখা থেকে শুরু করে উড়ানের পাঠ পর্যন্ত শিখছেন।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ