
যুক্ত্ররাষ্ট্রের প্রাচীন বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম ইয়েল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন মিশরীয় বংশোদ্ভূত বায়ান জালাল।
৩২০ বছরের ইতিহাসে যুক্ত্ররাষ্ট্রের এ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রথম মুসলিম প্রেসিডেন্ট তিনিই প্রথম মুসলিম। ইয়েল ইউনিভার্সিটির একটি বার্তায় জানা গেছে, নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট যো এবং তিনি একত্রে শতকরা ৫৬ এর বেশি ভোট পেয়ে নির্বাচিত হন।
বায়ান জালাল বলেন, একজন মুসলিম নারী হিসেবে অনেক অর্জনই আমার পক্ষে করা সম্ভব। যারা আমাকে এবং আমার মতো মানুষদের সমর্থন করে তাদের কারণেই এটা সম্ভব হয়েছে।
বায়ান জালাল ইয়েল বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষে শিক্ষার্থী। তিনি অণুজীববিজ্ঞান ও গ্লোবাল এফেয়ার মেজর নিয়ে পড়ছেন। এছাড়াও মাইনর বিষয় হিসেবে গ্লোবাল হেলথ স্টাডিজ নিয়ে পড়ছেন।
জো এবং বায়ান "বিল্ডিং আ হেলদিয়ার ইয়েল" অথবা ইয়েল বিশ্ববিদ্যালয়ে সুস্বাস্থ্য নিশ্চিত করতে কাজ করছেন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।