স্বামীসহ ইসলাম ধর্ম গ্রহণ করছেন অ্যাশলে
যুক্তরাষ্ট্র যখন একের পর এক ইসলামবিদ্বেষের ঘটনা ঘটছে, ঠিক সেসময় বিপরীত চিত্র দেখা গেল। স্বামীসহ শান্তির ধর্ম ইসলামে ফিরে এলেন সিনিয়র অ্যাশলে সানচেজ। সাথে ছিলো দুই শিশু সন্তান। কোরআন হাতে রেখে কালিমা পড়েন তারা।
টেক্সাসের ইসলামিক কমিউনিটি অব গ্রেটার কিলিনের ইমাম ড. ইহাব আব্দেলজাওয়াদ তাঁর ফেসবুকে এক সংক্রান্ত একটি স্ট্যাটাস এবং ভিডিও শেয়ার করেছেন। তাতে তুলে ধরেছেন বিস্তারিত। লিখেছেন, ২ জুলাই শুক্রবার জু্মার নামাজের পর ইসলামে ফিরে আসেন তারা। দুই বছর আগে ইসলাম বিষয়ে উচ্চতর শিক্ষা অর্জন করেছিলেন অ্যাশলে। সেখান থেকে ইসলামের প্রতি প্রেম বলেই উল্লেখ করা হয়েছে। অ্যাশলে পরিবারের প্রতি শুভ কামনা জানিয়েছেন ইসলামিক কমিউনিটি অব গ্রেটার কিলিনের ইমাম।