Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

বিশ্বে ৬০ হাজার মানুষের হজে অনুমতি

সৌদি প্রতিনিধি

প্রকাশিত: ০৯:৩০, ৬ জুন ২০২১

বিশ্বে ৬০ হাজার মানুষের হজে অনুমতি

বিশ্বে ৬০ হাজার মানুষের হজে অনুমতি

এবার সারা বিশ্ব থেকে ৬০ হাজার মানুষকে হজ পালনের অনুমতি দেবে সৌদি আরব। করোনা সংক্রমণ রোধে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এমন সিদ্ধান্ত নিয়েছে। খবর সংবাদ মাধ্যম ‘দ্যা সিয়াসাত ডেইলি’র।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালে সৌদি আরবের অভ্যন্তরীণ ১৫ হাজার মানুষ হজের সুযোগ পাবেন। বাকি ৪৫ হাজার মানুষ অংশ নেবেন বিশ্বের বাকি দেশগুলো থেকে। সাথে হজ পালনের জন্য ৮ টি শর্ত বেধে দিয়েছে সৌদি সরকার। 

শর্তগুলো হলো- হজ পালনকারীদের বয়স ১৮-৬০ এর মধ্যে হতে হবে। অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। হজের আগের ছয় মাস কোনো অসুস্থতায় হাসপাতালে ভর্তি ছিলেন না- এমন প্রমাণপত্র জমা দিতে হবে। লাগবে টিকার দুটি ডোজ সম্পন্ন করার প্রমাণপত্র এবং সেই টিকা সৌদি স্বাস্থ্যমন্ত্রণালয়ের স্বীকৃত হতে হবে। 
এছাড়া, বিদেশিদের হজে আসার সাথে সাথে তিনদিন কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়েছে। টিকার প্রথম ডোজ ঈদুল ফিতরের আগে নিতে হবে, দ্বিতীয়টি সৌদিতে যাওয়ার ১৪ দিন আগে নিতে হবে। সামাজিক দূরত্ব ও মাস্ক পরিধান নিশ্চিত করাসহ সব ধরনের স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানতে হবে। 

সংবাদটি শেয়ার করুনঃ