অবৈধ অভিবাসীদের ধরতে ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে যাচ্ছে মালয়েশিয়া। আজ সোমবার (২১ জুন) দেশটির রাজধানী কুয়ালালামপুরের অদূরে ডেনকিলের বেশ কয়েকটি নির্মাণাধীন সাইট থেকে ১০২ বাংলাদেশিসহ ৩০৯ জনকে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও ১৯৩ জন ইন্দোনেশিয়ার, ৮ জন মিয়ানমারের (রোহিঙ্গা), ৪ জন ভিয়েতনামের এবং ২ জন ভারতের নাগরিক রয়েছেন। তাদের মধ্যে ২৮০ জন পুরুষ এবং ২৯ জন নারী। নারীদের মধ্যে সবাই ইন্দোনেশিয়ার।
আটক করা অভিবাসীদের প্রথমে করোনা টেস্ট করা হবে, পরে সেমেনিয়াহ ডিটেনশন সেন্টারে পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। তারা আরও জানায়, বিভিন্ন অপরাধে ২০ থেকে ৫২ বছর বয়সী এই বিদেশিদের ১৯৫৯/৬৩-এর ইমিগ্রেশন আইন এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩-এর আওতায় আটক করা হয়েছে।