Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

ইউক্রেন থেকে ১৫ লাখ মানুষ বাস্তুচ্যুত

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২৩:৩৭, ৬ মার্চ ২০২২

ইউক্রেন থেকে ১৫ লাখ মানুষ বাস্তুচ্যুত

যুদ্ধের প্রথম ১০ দিনে ইউক্রেন থেকে ১৫ লাখেরও বেশি শরণার্থী প্রতিবেশী দেশগুলোতে প্রবেশ করেছেন। আজ ৬ মার্চ এই তথ্য জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী সংস্থার কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি। 

এক টুইট পোস্টে তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি ইউরোপে দ্রুততম বর্ধনশীল শরণার্থী সংকট। এদিকে, জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিএনএনকে জানায়, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া হামলা শুরু করার পর ইউক্রেন থেকে প্রায় ৩৮ হাজার মানুষ দেশটিতে প্রবেশ করেছে। 

জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেইজার দেশটির সংবাদমাধ্যমকে বলেন, ইউক্রেনের যুদ্ধ থেকে পালিয়ে আসা শরণার্থীদের জাতীয়তা যাই হোক না কেন, জার্মানি তাদের গ্রহণ করবে। তিনি বলেন, আমরা মানুষের জীবন বাঁচাতে চাই। এটি কখনোই পাসপোর্টের ওপর নির্ভর করে না।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ