Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন এবার বিনামূল্যে

ডেস্ক নিউজ

প্রকাশিত: ১৯:১০, ৩১ আগস্ট ২০২২

ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন এবার বিনামূল্যে

অনলাইনে ভিডিও দেখার প্রথম পছন্দ ইউটিউব। এখানে ভিডিও দেখতে গিয়ে বিজ্ঞাপন অনেক সময় বিরক্তির কারণ হয়ে উঠে। তবে বিজ্ঞাপনবিহীন ইউটিউব দেখার জন্য রয়েছে প্রিমিয়াম সাবস্ক্রিপশন সার্ভিস। 

সাধারণত প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিলে ব্যবহারকারীরা বিজ্ঞাপন ছাড়া বিভিন্ন ধরনের ভিডিও দেখতে পারে। এর জন্য পেমেন্টও করতে হয়। সম্প্রতি প্রিমিয়াম সাবস্ক্রিপশন বিনামূল্যে দেওয়ার ঘোষণা করেছে ইউটিউব। ব্যবহারকারীরা তিন মাসের জন্য এই সুবিধা পাবেন।

গুগল জানিয়েছে, নতুন এই অফার শুধু নতুন ব্যবহারকারীদের জন্য। অর্থাৎ কেউ যদি আগে থেকেই এই সাবস্ক্রিপশনের ব্যবহারকারী হোন, তাহলে তিনি এই অফারের সুযোগ নিতে পারবেন না। 

এই অফারে ব্যবহারকারীরা বিভিন্ন ধরনের সুবিধা পাবে। ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন, প্রিমিয়াম সাবস্ক্রিপশনের সুবিধা পাবেন, ভিডিও স্ক্রিন লক হলেও চলবে। এছাড়া ইউটিউব মিউজিক কোন বিজ্ঞাপন ছাড়াই একটানা চলবে।

এই সুবিধা পেতে হলে ইউটিউবে ব্যবহারকারী হিসেবে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর মাসিক প্ল্যান সিলেক্ট করে মেম্বারশিপ প্ল্যান নিতে হবে।

সংবাদটি শেয়ার করুনঃ