Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

হিজাবী নারীর একাকী লড়াই!

অভিক আহসান

প্রকাশিত: ১১:১১, ১৬ জুন ২০২১

হিজাবী নারীর একাকী লড়াই!

গল্পটা সারা জেম্মাহি। পেশায় একজন ল্যাবরেটরি টেকনিশিয়ান। বয়স ২৬ বছর। এ বয়সেই নেমেছেন ভোটের মাঠে। লড়বেন ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর মন্টিপিলিয়েরের কাউন্সিলর পদে। তবে সেটার চেয়ে বড় আলোচনার বিষয়বস্তু হয়ে দাড়িয়েছে তার হিজাব ইস্যু। কারণ, এই হিজাবের জন্য তাকে দেয়া সমর্থন তুলে নিয়েছে ক্ষমতাসীন ইমানুয়েল ম্যাকরনের দল।

ধর্মীয় প্রতীক ব্যবহারের অভিযোগ তুলে সমালোচনায় মেতেছে কট্টর ডানপন্থিরা।তবে, তাতে একদমই দমে যাননি সারা। স্বতন্ত্র প্রার্থী হিসেবেই ভোটের মাঠে থাকছেন তিনি। এতে স্থানীয় রাজনীতির নতুন এই মুখ এখন আলোড়ন তুলেছেন মূলধারার রাজনীতিতেও। 

শিক্ষা'সহ সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে চান সারা জেম্মাহি। 'ব্যতিক্রম হয়েও জনগণের জন্য ঐক্যবদ্ধ' এই শ্লোগানে মুসলিম অধ্যুষিত মন্টপেলিয়েরের পথে-পথে ঘুরে প্রচারণা চালাচ্ছেন তিনি। কুড়াচ্ছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রশংসা। নিজ এলাকায় মুসলিমরা ছাড়াও সব ধর্মের মানুষের মাঝেই ব্যাপক জনপ্রিয় সারা।

সংবাদটি শেয়ার করুনঃ