Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

স্বর্ণের দোকানের পাহাড়াদার কাঠবিড়ালী!

অভিক আহসান

প্রকাশিত: ০৯:০৩, ১৩ জুন ২০২১

আপডেট: ০৯:০৪, ১৩ জুন ২০২১

স্বর্ণের দোকানের পাহাড়াদার কাঠবিড়ালী!

স্বণের দোকানে পাহাড়াদার কাঠবিড়ালী

শিরোনাম শুনেই অবাক হওয়ার মতোই কাহিনী। স্বর্ণের মতো এতো দামি সামগ্রী পাহাড়ায় কাঠবিড়ালী! হ্যাঁ-ঘটনা সত্য। অবিশ্বাস্য এই গল্পটা তুরস্কে।এতে হতাবাক খোদ দোকানী

মেহমেট ইউকসেল নামে ওই দোকানীর দাবি, কোন প্রশিক্ষণ ছাড়াই ক্যাশ কাউন্টার পাহাড়া দিচ্ছে কাঠবিড়ালীটি। মালিক ছাড়া কাউকে ক্যাশ কাউন্টারের কাছে ভিড়তে দেয় না মেমোক্যান নামের প্রাণিটি।কেউ কিছু নিতে গেলেই চলে আক্রমণ। কথা বলতে পারে না কিন্তু অনুভূতি ঠিকই আছে বলে মনে করেন মেহমেট।

কিভাবে মিললো প্রভুভক্ত কাঠবিড়ালী। সে গল্পটাও মজার। মালিক জানালেন, কিছুদিন আগে রাস্তা থেকে উদ্ধার করে প্রাণিটি নিয়ে আসেন দোকানে। কয়েকদিন পরই নজরে আসে দৃশ্যটি। মেহেমেটের দাবি, ক্যাশ কাউন্টার ছাড়াও ক্রেতাদের প্রতি লক্ষ্য থাকে ছোট্ট এই কাঠবিড়ালির। ঘোরাঘুরি করে দোকানের চারপাশে। রাতে সাথে করে বাসায় নিয়ে যাই। সম্পর্ক এখন এতোটাই যে যে খাচায় রাখার প্রয়োজন হয় না। 

কাঠবিড়ালিটি শারীরিকভাবে কিছুটা অসুস্থ। পুরোপুরি সুস্থ হলে ছেড়ে দেয়ার ইচ্ছা আছে ওই ব্যবসায়ী।

সংবাদটি শেয়ার করুনঃ