Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

কাবা শরীফের দু’শো বছরের পুরনো ছবি নিলামে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০৯:৪৭, ৬ জুন ২০২১

কাবা শরীফের দু’শো বছরের পুরনো ছবি নিলামে

কাবা শরীফের দু’শো বছরের পুরনো ছবি

প্রায় দু’শো বছর আগের কাবা শরীফের বিরল একটি ছবি পাওয়া গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিলাম সংস্থা সোথেবি’স হাউজ সম্প্রতি বিরল কিছু ঐতিহাসিক ছবি নিলামে তুলছে। তারমধ্যে ১৭৯১ সালে প্যানারোমিক এঙ্গেলে আঁকা পবিত্র কাবা শরীফের একটি ছবিও রয়েছে। ছবিটিতে ফুটিয়ে তোলা হয়েছে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হজযাত্রীরা আরাফাতের ময়দানে এসে সমবেত হচ্ছেন। 

আরব নিউজ জানায়,  ১৭৯১ সালে তুরস্কের ইস্তাম্বুলের পেরায় সংঘটিত অগ্নিকাণ্ড থেকে মাত্র কয়েকটি কপি ছবি উদ্ধার করা যায়। দীর্ঘদিন অকেজো অবস্থায় ছিল সেগুলো। এরপর ১৮শ’ শতকের প্রখ্যাত তুর্কি কূটনীতিক ইগনেস ডি মুরা’দজা ডি’অহসন-এর তত্ত্বাবধানে ছিল বিরল ছবিটি।

বিশেষ ছবিটির আনুমানিক মূল্য ১২ হাজার থেকে ১৮ হাজার পাউন্ড ধরা হয়েছে বলে জানিয়েছে আরব নিউজ। যা বাংলাদেশি মুদ্রায় ১২ লাখ থেকে ২১ লাখ টাকা। 

সংবাদটি শেয়ার করুনঃ