
পাকিস্তানের পরমাণু কর্মসুচির জনক প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী ড. আবদুল কাদির খান মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর। স্বাস্থ্যের অবনতি হওয়ার পর আজ রোববার সকালে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
মুসলিম বিশ্বের প্রথম পারমাণবিক বোমা তৈরির জন্য আব্দুল কাদির খানকে বীর হিসেবে শ্রদ্ধা করা হয়। ১৯৯৮ সালের মে মাসে পাকিস্তান যখন পরমাণু পরীক্ষা চালিয়ে ভারতকে উপযুক্ত জবাব দিতে সক্ষম হয়, তখন আব্দুল কাদির খান রাতারাতি জাতীয় বীর হয়ে ওঠেন।
শুধু পাকিস্তান নয়, পুরো ইসলামী বিশ্বে তিনি একজন বীর হিসেবে খ্যাত। ওই পারমাণবিক পরীক্ষার পর পাকিস্তান মুসলিম বিশ্বের একমাত্র পরমাণু শক্তি এবং বিশ্বের মধ্যে পরমাণু অস্ত্রধারী সপ্তম দেশ হয়ে ওঠে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।