Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

রাজধানীতে ‘ট্রেনের পেছনে বসে যাত্রা’, পড়ে গিয়ে মৃত্যু

ডেস্ক নিউজ

প্রকাশিত: ০০:৫২, ৬ সেপ্টেম্বর ২০২২

রাজধানীতে ‘ট্রেনের পেছনে বসে যাত্রা’, পড়ে গিয়ে মৃত্যু

রাজধানীর খিলক্ষেতে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার সন্ধ্যা ৬টার দিকে খিলক্ষেত পল্লী বিদ্যুতের বিপরীত পাশে রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতের নাম মো. হোসেন (৫৮)। তিনি ঢাকা জেলার নবাবগঞ্জ থানাধীন চড়চড়িয়া গ্রামের বাসিন্দা।

পুলিশের ধারণা, ওই ব্যক্তি ট্রেনের পেছনে বসে আসছিলেন। ট্রেন থেকে পড়ে গিয়ে মারা গেছেন তিনি।

 

খিলক্ষেত থানার এসআই সাদেকুর রহমান বলেন, খিলক্ষেত পল্লী বিদ্যুতের বিপরীত পাশে রেল ক্রসিংয়ে একজন মারা গেছেন। ধারণা করা হচ্ছে, তিনি ট্রেনের পেছনে বসে আসছিলেন। ট্রেন থেকে পড়ে গিয়ে মারা গেছেন।  

কুর্মিটোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. সফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যুর খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি খিলক্ষেত থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। 

সংবাদটি শেয়ার করুনঃ