Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রক্টর ড. ফখরুল ইসলাম

বাংলাদেশ প্রতিনিধি

প্রকাশিত: ১৩:০৮, ২০ সেপ্টেম্বর ২০২৩

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রক্টর ড. ফখরুল ইসলাম

সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্রথম প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান ড. মো. ফখরুল ইসলাম। 

বিষয়টি নিশ্চিত করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শাহ আলী ঢাকা পোস্টকে বলেন, আজ (মঙ্গলবার) সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সোহরাব আলী স্বাক্ষরিত অফিস আদেশ অনুযায়ী ড. মো. ফখরুল ইসলামকে প্রক্টর হিসেবে নিয়োগ দেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম। 

এ ছাড়াও সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক বরুণ চন্দ্র রায়কে। তারা দুজনেই নিয়োগ পাওয়ার পরে আজ নতুন দায়িত্বে যোগদান করেছেন।

নবনিযুক্ত প্রক্টর ড. ফখরুল ইসলাম বলেন, মাননীয় উপাচার্য স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাই। তিনি আমাকে প্রক্টর হিসেবে নিয়োগ দিয়েছেন, আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালনে সকলের সহযোগিতা প্রত্যাশা করছি। আশা করছি সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা আমাদের দায়িত্ব সুন্দরভাবে পালন করতে পারবো। 

এ ব্যাপারে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শাহ আজম ঢাকা পোস্টকে বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ধীরে ধীরে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে পরিণত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের বিধিবদ্ধ পর্ষদসমূহ পূর্ণরূপ লাভ করছে।


চ্যানেল৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ