Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

বিশ্বের সেরা দশ ধনীর তালিকায় মুকেশ আম্বানি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২১:১২, ৯ অক্টোবর ২০২১

বিশ্বের সেরা দশ ধনীর তালিকায় মুকেশ আম্বানি

এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি এবার বিশ্বের সেরা ধনীর তালিকায় দশ নম্বরে উঠে এসেছেন। গতকাল শুক্রবার তার সংস্থার স্টক রেকর্ড ছাড়ায়। এরপরই জেফ বেজোস, ইলন মাস্কের সঙ্গে বিশ্বের সেরা ধনীর তালিকায় নাম লেখান ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান। 

বøুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুযায়ী, এ বছর মুকেশ আম্বানির সম্পদ বেড়েছে ২৩.৮ বিলিয়ন ডলার। ফলে তার মোট সম্পদের পরিমাণ এখন ১০০.৬ বিলিয়ন ডলার। যদিও ফোর্বসের তথ্যমতে তার সম্পদের পরিমাণ ৮৪.৫ বিলিয়ন ডলার। 

বাবা মারা যাওয়ার পর ২০০৫ সালে বাবার তেল পরিশোধন ও পেট্রোকেমিক্যাল ব্যবসা উত্তরাধিকার সূত্রে পান আম্বানি। ৬৪ বছর বয়সী আম্বানি তার এনার্জি জায়ান্ট ইউনিটকে খুচরা, প্রযুক্তি ও ই-কমার্স জায়ান্টে পরিণত করার চেষ্টা করছেন।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ