
দ্য স্মল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এসবিএ) এক ঘোষণায় জানিয়েছে, যেসব ক্ষুদ্র ব্যবসায়ীগণ পে চেক প্রোটেকশনের (পিপিপি) আওতায় ঋণ গ্রহণ করেছেন, তাদের ঋণ মওকুফের প্রক্রিয়া সহজ করা হচ্ছে।
এর আগে শুক্রবার (৩০ জুলাই) পিপিপি নতুন আবেদন নেওয়া বন্ধ ঘোষণা করেছে৷
প্রায় ২ মিলিয়ন ক্ষুদ্র ব্যবসায়ী যারা পিপিপি লোন নিয়েছেন, লোন ফরগিভনেস অর্থাৎ ঋণ মওকুফের জন্য তারা ব্যাংকের পরিবর্তে এসবিএ'তে সরাসরি আবেদন করতে পারবে। যারা ১ লাখ ৫০ হাজার ডলার অথবা এর কম ঋণ নিয়েছেন, তাদের জন্য এই সুযোগ রয়েছে।
বর্তমানে ৭ দশমিক ১ মিলিয়ন পিপিপি লোন উদ্ধৃত রয়ে গেছে। এর মধ্যে ৬ মিলিয়ন লোন হচ্ছে ১ লাখ ৫০ হাজার ডলার বা এর কম।
যারা ঋণ মওকুফের জন্য বিবেচিত হবেন, এসবিএ তাদের একটি আবেদনের লিংকসহ মেইল পাঠাবে। আবেদন ফরমটি পূরণ করতে প্রায় ১০ মিনিট সময় লাগবে। এছাড়া এসবিএ গ্রাহকদের প্রশ্নের উত্তরের জন্য হেল্পলাইন চালু করেছে। এসবিএ অফিস অব ক্যাপিটাল এক্সেসের সহকারি অ্যাডমিনিস্ট্রেটর পেট্রিক ক্যালি এই তথ্য জানান।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।