
`আনক্লেচিং দ্য ফিস্টস` পোস্টার
৭৪-তম কান চলচ্চিত্র উৎসব মাতালো কোভালেনকোর ‘আনক্লেচিং দ্য ফিস্টস’। আঁ সার্তে রিগা বিভাগে সেরার পুরস্কার জিতেছে রাশিয়ান এই ড্রামা।
এই বিভাগে স্পেশাল মেনশনে পুরস্কার জিতেছে নোচে দে ফুয়েগো মুভিটি। এছাড়া সেরা মৌলিকে ল্যাম্ব এবং জুরি পুরস্কার পেয়েছে গ্রেট ফ্রিডম। এই বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশের সিনেমা রেহেনা মরিয়ম নূর।
কানের এবারের আসরে আঁ সার্তে রিগা বিভাগে বিশ্বের বিভিন্ন দেশের মোট ১৯টি চলচ্চিত্র মনোনয়ন পায়। তাতে অনবদ্য সৃষ্টি-গল্প-অভিনয়সহ প্রতিটি ক্ষেত্রে বাজিমাত করেছে পুরষ্কার বিজয়ীরা। স্বর্ণ পাম জয়ী মুভির নাম ঘোষণা করা হবে আজ স্থানীয় সময় রাতে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।