Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

মারা গেছেন সুপারম্যান এর পরিচালক রিচার্ড ডনার

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৬:৫৩, ৭ জুলাই ২০২১

আপডেট: ১৮:০১, ৮ জুলাই ২০২১

মারা গেছেন সুপারম্যান এর পরিচালক রিচার্ড ডনার

হলিউডের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক রিচার্ড ডনার ৯১ বছর বয়সে মারা গেছেন। 'সুপারম্যান' এবং 'দ্য গুনিসের' মতো কালজয়ী চলচ্চিত্রের পরিচালক তিনি।

সোমবার (৬ জুলাই) মারা যান এই খ্যাতনামা চিত্র পরিচালক। রিচার্ড ডনারের স্ত্রী চলচ্চিত্র প্রযোজক লওরেন শুলের ডনার এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন।

১৯৭৬ সালের মাধ্যমে দ্য ওমেন চলচ্চিত্রের মাধ্যমে প্রথম চলচ্চিত্র বোদ্ধাদের নজর কাড়েন তিনি। এর পরে ফ্রি ওইলি এবং দ্য লস্ট বয়েজ নির্মান করেন।

বিখ্যাত পরিচালক স্টিভেন স্পিলবার্গ রিচার্ড ডনার সম্পর্কে বলেন, 'রিচার্ড ডনার প্রায় সকল জনরায় সিদ্ধহস্ত'।

তিনি বলেন, 'সে শিশুর মতো। সবসময় তার হৃদয় দয়ায় পরিপূর্ণ৷ তার ভারী হাসির শব্দ সর্বদা আমার সাথে থাকবে'।

নিউ ইয়র্কের ব্রোনক্স শহরে জন্মগ্রহণ করেন রিচার্ড। ১৯৬০ সালে টেলিভিশনের মাধ্যমে মিডিয়ায় প্রবেশ করেন। পরবর্তীতে ১৯৭০ সালে হলিউডে চলচ্চিত্র নির্মাণ করেন তিনি।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ