৪ জুলাই রোববার যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে হটডগ খাওয়ার প্রতিযোগিতার আয়োজন করেছিল ফাস্টফুড চেন ‘নেথানস ফেমাস’৷ ১০ মিনিটে ৭৬টি হটডগ খেয়ে রেকর্ড করেছেন জোয়ি চেস্টনাট৷
নারী বিভাগে সেরা হয়েছেন অ্যারিজোনার বাসিন্দা মিশেল লেসকো৷ ১০ মিনিটে প্রায় ৩১টি হটডগ খেয়েছেন তিনি৷ নারী বিভাগে গতবারের সেরা ও রেকর্ডধারী মিকি সুদো এবার গর্ভধারণের কারণে অংশ নিচে পারেননি৷ আগামী কয়েক সপ্তাহের মধ্যে তার সন্তান জন্ম দেয়ার কথা৷ গতবছর সাড়ে ৪৮টি হটডগ খেয়েছিলেন মিকি সুদো৷