এক ভয়ঙ্কর সৌরঝলক (‘সোলার ফ্লেয়ার’)-এর জন্ম হয়েছে সূর্যে। যা আছড়ে পড়েছে পৃথিবীতে। গত চার বছরে এতটা ভয়ঙ্কর সৌরঝলকের ধাক্কা আর সইতে হয়নি পৃথিবীকে। সেই সৌরঝলকে একেবারে তছনছ হয়ে গিয়েছে অতলান্তিক মহাসাগরের উপরের আকাশে যাবতীয় রেডিয়ো যোগাযোগ ব্যবস্থা। যার জেরে অতলান্তিক মহাসাগর উপকূলবর্তী আমেরিকা ও ইউরোপের বিশাল এলাকা জুড়ে রেডিয়ো যোগাযোগ ব্যবস্থায় কার্যত এখন ‘ব্ল্যাক আউট’।এই ভয়ঙ্কর সৌরঝলকটি নাসার ‘সোলার ডায়নামিক্স অবজারভেটরি' (এসডিও)-র প্রথম নজরে পড়ে গত ৩ জুলাই। সেই সৌরঝলকটি ৪ জুলাই পর্যন্ত দেখা গিয়েছে সূর্যে। নাসা জানিয়েছে, ২০১৭ সালের পর গত চার বছরে এত শক্তিশালী সৌরঝলক আর দেখা যায়নি। এটি সৌরঝলকদের মধ্যে সবচেয়ে শক্তিশালী শ্রেণি ‘এক্স-ওয়ান’ পর্যায়ের। ১১ বছর মেয়াদের যে নতুন সৌরচক্রটি সবে শুরু হয়েছে, তাতে সূর্যের পিঠে (‘ফোটোস্ফিয়ার’) জন্মানো বিশেষ একটি সৌরকলঙ্ক (‘সানস্পট’) থেকেই উৎপত্তি হয়েছে এই ভয়ঙ্কর সৌরঝলকের। সূর্যের উত্তর-পশ্চিম দিকে।