Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

হাসপাতালে ভর্তি হলেন পোপ ফ্রান্সিস

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৯:১৮, ৫ জুলাই ২০২১

আপডেট: ১৯:১৯, ৫ জুলাই ২০২১

হাসপাতালে ভর্তি হলেন পোপ ফ্রান্সিস

কোলন সমস্যার চিকিৎসা করাতে নির্ধারিত অপারেশনের জন্য রোমের হাসপাতালে ভর্তি হয়েছেন পোপ ফ্রান্সিস। ভ্যাটিকান মুখপাত্র মাত্তেও ব্রুনি জানিয়েছেন, জেমেলি ইউনির্ভার্সিটি হাসপাতালে সার্জারি হয়ে যাওয়ার পর আরও তথ্য জানানো হবে। ভর্তি হওয়ার আগে সেন্ট পিটার্স স্কয়ারে হাজার হাজার পরিদর্শকের সামনে ভাষণ দেন ৮৪ বছর বয়সী আর্জেন্টাইন পোপ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

২০১৩ সালে পোপ নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো হাসপাতালে ভর্তি হলেন ফ্রান্সিস। ভ্যাটিকানের এক বিবৃতিতে জানানো হয়েছে তার কোলনের ‘সিম্পটোম্যাটিক ডাইভার্টিকুলার স্টেনোসিস’ এর চিকিৎসা করানো হবে। এই অসুখে কোলন সংকুচিত হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

রবিবার সেন্ট পিটার্স স্কয়ারে দেওয়া ভাষণে পোপ ফ্রান্সিস জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরে স্লোভাকিয়া সফর করবেন তিনি। তার আগে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের এক অনুষ্ঠানে যোগ দেবেন।

সংবাদটি শেয়ার করুনঃ