
সোমবার আমাজনের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ ছাড়তে চলেছেন জেফ বেজোস। যদিও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান থাকছেন তিনি। সংস্থার সব থেকে বেশি শেয়ারও থাকছে তাঁরই নামে। এরপর কী করতে চলেছেন বেজোস? সেই তথ্য অবশ্য দিল ইনস্টাগ্রাম।
সম্প্রতি হলিউড তারকা ডোয়েন জনসনের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন বেজোস। সমুদ্রের পাড়ে হাসিমুখে দেখা যাচ্ছে দুজনকে। তাঁরা জানিয়েছেন, আমাজন স্টুডিওজ এর ব্যানারে একটি ছবি করতে চলেছেন তাঁরা। অর্থাৎ এবার ছবি তৈরির দিকেও নজর দিচ্ছেন বেজোস।
এছাড়া কয়েকদিন পরেই মহাকাশে অশীতিপর ওয়ালি ফাঙ্কের সঙ্গী হবেন বেজোস ও তাঁর ভাই। যাবতীয় যোগ্যতা থাকা সত্ত্বেও ছয় দশক আগে ওয়ালিকে মহাকাশচারী করতে রাজি হয়নি নাসা। আগামী ২০ জুলাই ওয়ালির সেই আক্ষেপ মেটাচ্ছেন বেজোস।
বাণিজ্যিকভাবে মহাকাশ ভ্রমণ শুরুর পরিকল্পনা রয়েছে বেজোসের সংস্থা ‘ব্লু অরিজিন’ এর। তারই জন্য এ মাস থেকেই পরীক্ষামূলক উৎক্ষেপণ শুরু করতে চলেছে ব্লু অরিজিন। আগামী ২০ জুলাই তারই একটিতে বেজোস ও তাঁর ভাইয়ের সঙ্গী হবেন ওয়ালি।