শাহানা হানিফ
সবার প্রতি রলো সশ্রদ্ধ সালাম, আদাব, শ্রেনীমত শ্রদ্ধা এবং শুভেচ্ছা। অতি আনন্দের সহিত জানাচ্ছি যে, আমেরিকার বুকে বাঙালীর গর্ব, বাংলাদেশেীদের গর্ব, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার অধিবাসী/ইমিগ্র্যান্ট, বাঙালি/বাংলাদেশি কমিউনিটির অতি পরিচিত মুখ, চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি,চট্টগ্রাম সমিতির ট্রাষ্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উপদেষ্টা জনাব মোহাম্মদ হানিফের সুযোগ্য কন্যা শাহানা হানিফ(মুনমুন) নিউইর্য়ক সিটি কাউন্সিলের গতকাল ২২শে জুন তারিখে অনুষ্টিত ডেমোক্রেটিক পার্টির প্রাইমারীতে District 39 থেকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন।
শাহানা হানিফ (মুনমুন) মা-মনিকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। ডেমোক্রেটিক অধ্যূষিত নিউইর্য়ক সিটিতে আগামী ২ নভেম্বর ২০২১ তারিখে অনুষ্ঠিতব্য চূড়ান্ত নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থীকে পরাজিত করে শাহানা হানিফ (মুনমুন) বিজয় ছিনিয়ে আনবেন-ইনশাল্লাহ! যদি সবকিছু ভালভাবে চলে, তাহ’লে শাহানা হানিফ (মুনমুন) ই হবে নিউইর্য়ক সিটি কাউন্সিলে প্রথম বাংগালী/বাংলাদেশী কাউন্সিলম্যান।একটি ব্যক্তিগত ঘটনা ছিল শাহানা হানিফ (মুনমুন) কে নিয়ে। মুনমুনের বাবা-মার সাথে ব্যক্তিগতভাবে পরিচিত থাকার কারনে Brooklyn এর একটি অনুষ্টানে মুনমুনের সাথে কথা বলার সময় ছোট্র বেলায় মুনমুন আমাকে তার হাতে থাকা ফুলের তোড়া দিয়ে আঘাত করেছিল। সাথে সাথে একটু দূরে থাকা মুনমুনের বাবা হানিফ ভাই আমার কাছে এসে মুনমুনকে নিবৃত্ত করেছিলেন।
আরেক গর্ব: বাংলাদেশ থেকে আসা আরেক অভিবাসী, সাবেক ইউ. এন. এ (UNO), বিশিষ্ট সাংবাদিক, প্রয়াত জনাব আফতাব উদ্দীন সৈয়দ সাহেবের কন্যা, নিউইর্য়ক সিটিতে বড় হওয়া ইমিগ্র্যান্ট অ্যাটর্নী সোমা সায়ীদ (Soma Syed) নিউইর্য়ক সিটির Queens county এর Judge পদে ডেমোক্রেটিক পার্টির প্রাইমারীতে সকল প্রতিদন্ধীদের পেছনে ফেলে জয়লাভ করেছেন। আগামী ২রা নভেম্বর, ২০২১ তারিখে অনুষ্টিতব্য চূড়ান্ত নির্বাচনে তিনি রিপাবরিকান পার্টির প্রার্থীকে পরাজিত করে বিজয়ী হবেন- ইনশাল্লাহ! অভিনন্দন, সোমা সায়ীদকে। Queens county এর Resident হওয়ার কারনে গতকাল ২২শে জুন, ২০২১ তারিখে Soma Syed কে আমার ভোট দেওয়ার সৈাভাগ্য হয়েছিল।