ঠিকানার বর্ষপূর্তিতে কবির কিরণ
ঠিকানা পত্রিকার ৩২-তম বর্ষপূর্তিতে অংশ নেয়ার সুখস্মৃতি তুলে ধরলেন নর্থ আমেরিকা নজরুল কনফারেন্স কমিটির সদস্য কবির কিরণ। ফেসবুকে আবেকঘন এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, বাঙালিদের যেন মিলনমেলা ছিলো হোটেল মারিনা।
কবির কিরণ আরও লিখেছেন, কোভিড-১৯ এর শুরু থেকে মার্চের ১১,২০২০ তারিখের পর থেকে এই নিয়ে তিনবার যাওয়া হয়েছে নিউইয়র্ক-এ। কোভিড-১৯ কি পরিমান ভয় পাইয়ে দিয়েছে, সেটা বলার অপেক্ষা রাখে না। প্রথমবার গিয়েছিলাম অন্তুর জানাযা পড়ার জন্য, দ্বিতীয়বার গিয়েছিলাম একটা বিশেষ ঔষধ সংগ্রহ করার জন্য। এই বার গিয়েছি ঠিকানা পত্রিকার বর্ষপূর্তি উপলক্ষে সুন্দর আয়োজন এর সাথে নিজেকে সম্পৃক্ত করার জন্য।
লিখেছেন নিজেকে ধন্য মনে হচ্ছে, কারণ শাহিন ভাই কি চমৎকার করে নিমন্ত্রন করেছেন সেটি রক্ষা না করে কি পারি?অসম্ভব সুন্দর আয়োজন করেছেন। ঠিকানা পত্রিকার উত্তরোত্তর উন্নতি কামনা করছি। ঠিকানা পত্রিকার সাথেই আছি।