Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

কানাডায় স্কুলে গণকবর, মিললো ২১৫ শিশুর দেহাবশেষ

অভিক আহসান

প্রকাশিত: ০৮:৩৯, ৩০ মে ২০২১

আপডেট: ০৮:৪৬, ৩০ মে ২০২১

কানাডায় স্কুলে গণকবর, মিললো ২১৫ শিশুর দেহাবশেষ

ব্রিটিশ কলাম্বিয়ার কামলুপস ইন্ডিয়ান রেসিডেন্সিয়াল স্কুল

কানাডায় ১৯৭৮ সালে বন্ধ ঘোষণা করা একটি স্কুলে মিলেছে গণকবর। সেখান থেকে ২১৫ শিশুর দেহাবশেষ পাওয়া গেছে। টিকেমলুপস টি সিকওয়েপেমস নেশন জানিয়েছে, ব্রিটিশ কলোম্বিয়ায় ক্যামলুপস ইন্ডিয়ান আবাসিক স্কুলটি ছিল আদিবাসী শিশুদের জন্য। 


চুম্বক বিশেষজ্ঞদের মাধ্যমে এই মরদেহগুলোর সন্ধান পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, দেহাবশেষগুলো ওই স্কুলের শিক্ষার্থীদের। ২৯ মে শুক্রবার এ ঘটনাকে হৃদয়বিদারক বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। 

সংবাদটি শেয়ার করুনঃ