Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper
ইমিগ্রেশনে নথি জমার সময় ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
ইমিগ্রেশনে নথি জমার সময় ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

করোনার কারণে দুনিয়াজুড়ে সব কাজেই কিছুটা ধীরগতি এসেছে। অনেক কিছুই নির্ধারিত সময়ে হয়নি। সেই ভয়াবহ অবস্থা পার করে এখন আস্তে আস্তে পরিস্থিতির উন্নতি হচ্ছে, সবকিছু স্বাভাবিক করার চেষ্টা চলছে। করোনার কারণে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ব্যবস্থাতেও কিছুটা ধীরগতি এসেছিল। তবে কর্তৃপক্ষ সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে সবকিছু স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার। এ কারণে তারা অনেক কাজ দ্রুত করে মানুষকে সেবা দিতে চাইছে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও নিচ্ছে। করোনার কারণে যারা ইউএসসিআইএসে সময়মতো নথিপত্র জমা দিতে পারেননি, তাদের নথি জমা দেওয়ার সময় চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

অস্থায়ী অভিবাসন আবেদনের সময় বাড়ছে
অস্থায়ী অভিবাসন আবেদনের সময় বাড়ছে

যুক্তরাষ্ট্রে আশ্রয় আবেদনের জন্য মিয়ানমারসহ কয়েকটি দেশের নাগরিকদের জন্য আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। ৩ আগস্ট মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এ তথ্য প্রকাশ করেছে। নতুন নির্দেশনা অনুযায়ী, মিয়ানমার, সিরিয়া ও ভেনেজুয়েলার নাগরিকদের জন্য আগের নিয়মে ১৮০ দিনের মধ্যে আবেদনের পরিবর্তে ১৮ মাসের জন্য সময়সীমা বাড়ানো হয়েছে। টেম্পোরারি প্রোটেকশন স্ট্যাটাস (টিপিএস) নামের কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রে অবস্থান করা কিছু দেশের নাগরিকদের জন্য অস্থায়ী অভিবাসন সুবিধা দেওয়া হয়ে থাকে। রাজনৈতিক বা প্রাকৃতিক কোনো কারণে বিপন্ন দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে আশ্রয় নেওয়া এসব অভিবাসীদের কাজের অনুমতি দেওয়া হয় এবং পরিস্থিতি বিবেচনায় তাঁদের অস্থায়ী অভিবাসনের মেয়াদও বৃদ্ধি করা হয়।