Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

চার বিষয়ে মাস্টার্স ডিগ্রি, আছে পিএইচডিও, বাধ্য হয়ে বেচছেন সবজি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২২:১০, ১ জানুয়ারি ২০২৪

চার বিষয়ে মাস্টার্স ডিগ্রি, আছে পিএইচডিও, বাধ্য হয়ে বেচছেন সবজি

চার বিষয়ের ওপর অর্জন করেছেন মাস্টার ডিগ্রি। এছাড়া নামের পাশে আছে পিএইচডি ডিগ্রিও। তারপরও বিক্রি করছেন সবজি। ৩৯ বছর বয়সী ড. সন্দ্বীপ সিং ভারতের পাতালিয়ায় অবস্থিত পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে চুক্তিভিত্তিক শিক্ষক হিসেবে কাজ করতেন। কিন্তু সেই চাকরি ছেড়ে দিয়ে তিনি সবজি বিক্রিতে নেমে পড়েছেন।

দীর্ঘ ১১ বছর তিনি পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে চুক্তিভিত্তিক শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি আইনের ওপরে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়াও পাঞ্জাবি, সাংবাদিকতা, রাষ্ট্রবিজ্ঞাসহ তার ৪টি বিষয়ে মাস্টার্স ডিগ্রি রয়েছে। এখনো তিনি পড়াশুনার মধ্যে আছেন। 

এত উচ্চতর ডিগ্রি নিয়েও তার চাকরি ছাড়তে হয়েছে। মূলত নিয়মিত তাকে বেতন প্রদান না করা এবং প্রত্যেক মাসেই তার বেতন কর্তন করায় তিনি বাধ্য হয়ে চাকরি ছেড়ে দেন।  

সন্দ্বীপ সিং বলেন, নিয়মিত বেতন দেওয়া হতো না, আবার যা দেওয়া হতো সেখান থেকেও কেটে রাখা হতো। ফলে চাকরি করে যা পেতাম তা দিয়ে আমার পক্ষে পরিবার চালানো অসম্ভব হয়ে পড়ে। শেষে বাধ্য হয়ে চাকরি ছেড়ে সবজি বিক্রিতে নেমেছি। 

ড. স্বন্দ্বীপ সিং প্রতিদিন বাড়িতে বাড়িতে গিয়ে সবজি বিক্রি করেন। শিক্ষকতা করে তিনি যে অর্থ পেতে এখন তার থেকে অনেক বেশি অর্থ তিনি আয় করেন সবজি বিক্রি করে। দিনের সম্পূর্ণ অংশ তিনি সবজি বিক্রিতে ব্যয় করেন। পরে বাসায় এসে আবার পড়াশুনা করেন। এলাকায় তিনি পিএইচডি সবজি বিক্রেতা নামে পরিচিত। 

সন্দ্বীপ সিং বলেন, পরিস্থিতির কারণে তিনি শিক্ষকতা পেশা থেকে কিছুটা সময় বিরতি নিয়েছেন। এখন অর্থ সংগ্রহ করে তিনি একটি নিজের নামে একটি টিউশনি সেন্টার খুলবেন বলে জানান।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ