গাজায় ৮১ দিন ধরে চলছে ইসরায়েলি হামলা। এই সময়ের মধ্যে গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২০ হাজার ৯১৫ জনে দাঁড়িয়েছে। আহতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৫৫ হাজারে। মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা এ তথ্য জানিয়েছেন।
মন্ত্রণালয়টির এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরারেলি হামলায় ২৪১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩৮২ জন। এছাড়া ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ২৪ ঘণ্টায় দক্ষিণ গাজায় ১০০ লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।
অবরুদ্ধ গাজা উপত্যকার পশ্চিমাঞ্চলীয় খান ইউনিস শহরে দ্য প্যালেস্টিনিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটির সদর দফতরেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ওই এলাকা ফিলিস্তিনিদের জন্য নিরাপদ মনে করা হলেও ইসরায়েলি হামলার লক্ষ্য থেকে বাদ পড়েনি।
তবে চলমান গাজা যুদ্ধের মধ্যেই ছয় দেশ থেকে ইসরায়েলে হামলা হচ্ছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইওভ গ্যালান্ট। তবে এসব হামলার পাল্টা জবাব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির এক বৈঠকে গ্যালান্ট বলেন, কয়েকটি ফ্রন্টে আমরা যুদ্ধ করছি। সাত স্থান থেকে ইসরায়েলে হামলা চালানো হচ্ছে। সেগুলো হলো, গাজা, লেবানন, সিরিয়া, পশ্চিম তীর, ইরাক, ইয়েমেন ও ইরান।
এদিকে ইসরায়েলি সশস্ত্রবাহিনীর প্রধান হেরজি হালেভি জানিয়েছেন, হামাসের সঙ্গে চলমান সংঘাত এখনই শেষ হচ্ছে না। এই সংঘাত চলবে আরো কয়েক মাস। এর আগে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও এই ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, হামাসকে নির্মূল না করা পর্যন্ত এই অভিযান চলবে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।