Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

বড়দিনেও বেথেলহেমে ইসরায়েলি বাহিনীর হামলা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৯:৪০, ২৬ ডিসেম্বর ২০২৩

বড়দিনেও বেথেলহেমে ইসরায়েলি বাহিনীর হামলা

বড়দিনেও বেথেলহেমে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। শনিবার থেকেই গাজায় অবস্থিত ফিলিস্তিনের শরণার্থী শিবিরগুলোতে হামলা শুরু করে ইসরায়েল। সেই হামলা চলতে থাকে সোমবারও।

জানা যায়, নাবলুস, জেরিকো, রামাল্লা এবং বেথেলহেমে রাতভর তল্লাশি অভিযান চালায় ইসরায়েলি সেনা। সেখানকার শরণার্থী শিবির থেকে ফিলিস্তিনপন্থিদের গ্রেপ্তার করা হয়।

এমনকি ১৭ বছর বয়সী এক যুবকের গলায় গুলি করা হয় বলে অভিযোগ উঠেছে। নাবলুসের উত্তরপশ্চিমে অবস্থিত বুরকা নামক গ্রাম থেকেই ২০ জনকে গ্রেপ্তার করা হয় বড়দিনে।  

এদিকে অক্টোবর থেকে চলে আসা যুদ্ধের জেরে গাজায় এখনও পর্যন্ত ২০ হাজার ফিলিস্তিনি নাগরিকের মৃত্যু ঘটেছে। এর মধ্যে নারী ও শিশুদের সংখ্যাই বেশি বলে অভিযোগ করা হচ্ছে।

এরই মাঝে বড়দিনেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেন, গাজায় হামলা আরও জোরদার করা হবে। গাজায় যে ভূগর্ভস্থ টানেলের নেটওয়ার্ক পাওয়া গিয়েছে, তা জলে ভাসিয়ে দেওয়ার পরিকল্পনাও করা হচ্ছে।

যদিও ইসরায়েলের এই পরিকল্পনাকে 'গণহত্যার পরিকল্পনা' বলে আখ্যা দেওয়া হচ্ছে। উল্লেখ্য, গত ৭ অক্টোবর হঠাৎ ইসরায়েলে হামলা চালিয়েছিল ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। পরে গাজায় প্রবেশ করে ইসরায়েলি সেনা। সেই সংঘর্ষ এখনও চলমান রয়েছে।

এরই মাঝে কয়েক দফায় বন্দি মুক্তি হয় দুই পক্ষ থেকেই। অনেক বন্দিকে মুক্তি দিয়েছে হামাস। ইসরায়েলও অনেক ফিলিস্তিনিকে ছেড়ে দিয়েছে। তবে এখন বন্দি বিনিময় বন্ধ হয়েছে। ফের চলছে যুদ্ধ।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ