Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

রমজান শুরু হওয়ার সম্ভাব্য তারিখ হতে পারে ১২ মার্চ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৯:২২, ১৮ ডিসেম্বর ২০২৩

রমজান শুরু হওয়ার সম্ভাব্য তারিখ হতে পারে ১২ মার্চ

পবিত্র মাহে রমজান শুরু হতে পারে ২০২৪ সালের ১২ মার্চ। সংযুক্ত আরব আমিরাত রমজান মাস শুরুর সম্ভাব্য এই তারিখ ঘোষণা করেছে। আরব আমিরাতের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্টের ওয়েবসাইটে প্রকাশিত হিজরি ক্যালেন্ডার অনুসারে, আর প্রায় ৮০ দিন পর আরব আমিরাতে পবিত্র রমজান মাস শুরু হবে।

সে হিসেবে ২০২৪ সালের ১২ মার্চ থেকে রমজান মাস শুরু হতে পারে। মাসটি শুরু হওয়ার প্রকৃত তারিখ অন্য সব মাসের মতো চাঁদ দেখার ওপর নির্ভরশীল। তবে জ্যোতির্বিজ্ঞানীরা গণনা করে সম্ভাব্য সঠিক তারিখের পূর্বাভাস দিয়ে থাকেন।

প্রতিবেদন অনুযায়ী, আরব আমিরাতে বসন্ত শুরু হওয়ায় রমজানে দেশটির তাপমাত্রা শীতল থাকবে। আর রমজানের ছুটির জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হবে। প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, ২০২৩ সালের তুলনায় দেশটিতে এবার রোজার সময় কমছে।

এবারের রমজান মাসের প্রথম দিনে ১৩ ঘণ্টা ১৬ মিনিট রোজা রাখবেন আমিরাতের মুসলমানরা। আইএসিএডি ক্যালেন্ডার অনুসারে, এবার পবিত্র রমজান মাস ২৯ দিনের হবে বলে আশা করা হচ্ছে। রোজা শেষ হবে এপ্রিল মাসের নয় তারিখ মঙ্গলবার। আর রোজা শেষে পালন করা হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ