Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

আমরা গাজা ছাড়ব না : হামাস প্রধান

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:৫৬, ১৫ অক্টোবর ২০২৩

আমরা গাজা ছাড়ব না : হামাস প্রধান

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, ফিলিস্তিনি সাধারণ মানুষ কখনো গাজা ছাড়বে না এবং তারা কোথাও যাবে না।

শনিবার (১৪ অক্টোবর) এক টিভি বক্তৃতায় হামাস প্রধান বলেন, ‘ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে। আমাদের শত্রুরা যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ানদের সহায়তায় এ গণহত্যা চালাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘গাজার বাসিন্দারা তাদের ভূমিতেই রয়েছে। তারা কখনো গাজা ছাড়বে না অথবা (মিসরে) পালিয়ে যাবে না।’

‘যেসব ফিলিস্তিনি ইহুদিবাদীদের বর্বর অত্যাচারের মুখোমুখি হচ্ছেন তাদের আমি স্যালুট জানাই। তারা তাদের ভূখণ্ড রক্ষায় বদ্ধপরিকর।’

এছাড়া ইসরায়েলে বেসামরিক মানুষের উপর হামাসের হামলা চালানোর অভিযোগ নিয়েও কথা বলেছেন ইসমাইল হানিয়া। তিনি বলেছেন, ‘ইহুদিবাদীরা যত কিছুই করুক হামাস বেসামরিকদের উপর হামলা না চালাতে সব সময় বদ্ধপরিকর ছিল। হামাস একটি স্বাধীনতাকামী দল— যেটি সবসময় এই নীতিগুলো মেনে চলে।’

এদিকে ইসরায়েলের যুদ্ধাপরাধ নিয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে একটি চিঠি লিখেছেন ইসমা্ইল হানিয়া। এতে তিনি অভিযোগ করেছেন, দখলদার ইসরায়েলি বাহিনী যুদ্ধাপরাধ করছে, সঙ্গে গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে।

এছাড়া গাজায় ইসরায়েলের সর্বাত্মক অবরোধ আরোপের সমালোচনা করেছেন হানিয়া। তিনি জাতিসংঘের মহাসচিবের প্রতি অনুরোধ জানিয়ে বলেছেন, গাজায় মানবিক সহায়তা প্রবেশ করতে দিতে তিনি যেন ইসরায়েলের উপর চাপ প্রয়োগ করেন।

সূত্র: আল জাজিরা, আল আরাবিয়া


চ্যানেল৭৮৬ এর নিউজ রুমে যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায়[email protected] । আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নম্বরে।

সংবাদটি শেয়ার করুনঃ