Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

এক পেঁয়াজের ওজন ৯ কেজি!

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৩:২৬, ১৮ সেপ্টেম্বর ২০২৩

এক পেঁয়াজের ওজন ৯ কেজি!

বাজারে বিভিন্ন জাতের পেঁয়াজ পাওয়া যায়। সাধারণত একটি পেঁয়াজের ওজন কয়েকশ গ্রাম হতে পারে। একসঙ্গে দিব্যি বেশকিছু পেঁয়াজ নিয়ে নেয়া যায় হাতের মুঠোয়। কিন্তু কখনো কি শুনেছেন, একটি পেঁয়াজ তুলতে দুই হাতের প্রয়োজন হয়? মনে হয় না। শুনতে খুব অদ্ভুত মনে হলেও এমনই একটি পেঁয়াজের দেখা মিলেছে সম্প্রতি। এই পেঁয়াজটির ওজন ৯ কেজি।

স্কাই নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, ইংল্যান্ডের হ্যারোগেট অটাম ফ্লাওয়ার শোতে ৯ কেজি ওজনের এক পেঁয়াজ নিয়ে উপস্থিত হয়েছেন গ্যারেথ গ্রিফিত নামের এক ব্যক্তি। গত ১৫ সেপ্টেম্বর মেলার ইডিবল প্যাভিলিয়নে এই পেঁয়াজ দেখানো হয়। এরপর মেলার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ওই পেঁয়াজ। খুব ‍শিগগিরই সবচেয়ে বেশি ওজনের পেঁয়াজের স্বীকৃতি পেতে যাচ্ছে ৯ কেজি ওজনের এই পেঁয়াজটি।

 গিনেসে এর আগে বিশ্বের সবচেয়ে বেশি ওজনের রেকর্ড ছিল সাড়ে আট কেজি ওজনের একটি পেঁয়াজের ।  প্রায় ১০ বছর আগে এই মেলাতেই আনা হয়েছিল ওই পেঁয়াজটি। তবে এখন সেই তকমা হারাতে বসেছে সাড়ে আট কেজি ওজনের পেঁয়াজটি। তার স্থান দখল করে নিচ্ছে গ্যারেথ গ্রিফিতের ৯ কেজি ওজনের পেঁয়াজ।
 
সংবাদমাধ্যম ইউপিআই বলছে, মেলার ইডিবল প্যাভিলিয়নে এই পেঁয়াজ দেখানো হয় । পাশেই বড়সড় আরও অনেক সবজি ছিল। এসব সবজি দেখতে ভিড় লেগে গেছে। গিনেসে যাবতীয় তথ্য পাঠানো হয়েছে।
 
প্রতি বছর দুইবার এই ফুল শোটির আয়োজন করা হয়। প্রথম শো হয় এপ্রিলে আর দ্বিতীয়টি সেপ্টেম্বর মাসে। দৈত্যাকৃতির এই পেঁয়াজ ছাড়াও বিশালাকার বাঁধাকপি, শসা, কুমড়া, বিটরুট, গাজর দেখা গেছে এই শোতে।


চ্যানেল৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ